অবশেষে পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিদেশি সাংবাদিক ও কূটনীতিবিদদের বালাকোট পরিদর্শন করানো হল। তাঁদের ওই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এর আগে শুধু আল–জাজিরার সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। অবশ্য পুরো এলাকা তারা পরিদর্শন করতে পারেননি । বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জাব্বা এলাকায়। এটি ইসলামাবাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে। গত ২৬ ফেব্রুয়ারি এই অঞ্চলে ভারত বিমান হামলা চালায়। ভারত জানায়, পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) বালাকোটে জইশ-ই-মুহাম্মদসহ তিনটি জঙ্গি ঘাঁটি তারা গুঁড়িয়ে দিয়েছে। নিহত হয়েছে বহু। পাকিস্তানের পাল্টা দাবি, ওই এলাকায় ভারতীয় বিমানবাহিনীর অভিযানে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনাই ঘটেনি। ওই এলাকায় বিদেশি সাংবাদিকদের ঢুকতে দেয়নি পাকিস্তান। বিভিন্ন স্যাটেলাইট ছবির মাধ্যমে ঘটনার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন সাংবাদিকেরা। ঘটনার দেড় মাস পর গতকাল বিকেলে বালাকোটের ইসলামিক স্কুল পরিদর্শনে বিদেশি সংবাদকর্মীদের নিয়ে গেল পাকিস্তান সেনাবাহিনী। সাংবাদিকেরা দেখেন, বালাকোটের বিশাল মাদ্রাসা ভবনটি পুরোপুরি অক্ষত। ভারতের তরফ থেকে দাবী করা হয়েছিল, ওই মাদ্রাসা জঙ্গি ক্যাম্প।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct