এ রাজ্যে বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থানের পরে এই প্রথম লোকসভা নির্বাচনের মুখোমুখি হচ্ছে বাংলা। এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের নজরই বিশেষ ভাবে থাকছে বাংলার দিকে। এদিন সকাল দশটা পর্যন্ত এ রাজ্যে নির্বাচন কমিশনের অফিসে মোট ৪৬২টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৪৩৬টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছে কমিশনের তরফে জানানো হয়েছে। সকাল ১১টা পর্যন্ত ৩৮.০৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন। এর মাসে তুফানগঞ্জে বিজেপি কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জের ধলপলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে নাক গলানোর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, নিয়ম না মেনে বুথের মধ্যে ঢুকে পড়ছেন বিএসএফ সদস্যরা। পাশাপাশি ইভিএম কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। তার দাবি, নির্বাচন কমিশনে জানালেও অভিযোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত তিনি তার অভিযোগ জেলা প্রশাসককে জানিয়েছেন। একই সঙ্গে তার দাবি, রাজ্যের পুলিশ দিয়ে ভোট করালে অনেক সুষ্ঠু ভাবে নির্বাচন করানো সম্ভব হত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct