এর আগে বিভিন্ন স্পশকাতর ইস্যুতে বারবারই নিজের মতামত জানিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এ জন্য তাঁকে বহুবার ট্রোলও হতে হয়েছে । তবুও তাঁকে দমিয়ে রাখা যায়নি।এবার নবরাত্রী চলাকালীন গুরুগ্রামে জোর করে মাংস বিক্রি বন্ধের নিন্দায় সরব হয়েছেন তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের ‘তালিবান’ বলতেও ছাড়েননি তিনি। নবরাত্রী চলাকালীন গুরুগ্রামে কোনো মাংসের দোকান খোলা রাখা যাবে না বলে হুমকি দেয় হিন্দু সংগঠনগুলো। জোর করে শহরের প্রায় ১৮০টি দোকান বন্ধ করে দেয় হিন্দু সেনা নামে একটি সংগঠনের লোকজন। সেদিন রীতিমতো লাঠি, তলোয়ার, লোহার রড হাতে গুরুগ্রামের রাস্তায় দাপিয়ে বেড়ায় স্বঘোষিত ওই হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। রবিবার এমনই একটি ভিডিও টুইটারে পোস্ট করেন স্বরা। সেই সঙ্গে কড়া ভাষায় লেখেন ‘এরা ভারতের মাটিতে বেড়ে ওঠে, সরকার পালিত তালিবান।’ এই মন্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদির বিজেপি সরকারকেও একহাত নিয়েছেন স্বরা ভাস্কর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct