সম্প্রতি সুইজারল্যান্ডের এক সংস্থা ফিলিপাইনের এক জংলি কলার গাছ থেকে পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদন করছে৷ গোটা বিশ্বে এই ব্র্যান্ডের ব্যাগের চাহিদা ক্রমে বাড়ছে৷ বুনো কলাগাছ থেকে তৈরি এই ব্যাগের দামও আকাশছোঁয়া। আসলে এটা কলা নয়, আবাকা বানানা গাছের আঁশ দিয়ে তৈরি কাপড়, যার নাম বানানাটেক্স৷ কলা গাছের কাণ্ড থেকে এই আঁশ সংগ্রহ করা হয়। কুইস্টিয়ন ব্যাগ প্রস্তুতকারী কোম্পানি বানানাটেক্স সৃষ্টি করেছে৷ সুইজারল্যান্ডের জুরিখ শহরে কুইস্টিয়ন কোম্পানির সদর দফতর৷ গত কয়েক বছরে কোম্পানির প্রতিষ্ঠাতারা নানা রকম টেকসই উপাদান নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন৷ খবর ডয়চে ভেলের। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান কেগি বলেন, ‘আমরা সুতা নিয়ে কাজ শুরু করেছিলাম৷ অরগ্যানিক কটন ফ্যাব্রিক তৈরি করতে কয়েক বছর সময় কাটিয়েছিলাম৷ একই সময়ে আমরা লিনেন, হেম্প ও বাঁশ নিয়েও পরীক্ষানিরীক্ষা করেছি৷ এই প্রক্রিয়ায় কলার আঁশর বিষয়ে জানতে পেরেছিলাম৷ সঙ্গে সঙ্গে তার সম্ভাবনা বুঝে মুগ্ধ হয়ে গিয়েছিলাম৷’ ফিলিপাইনে এই কলাগাছ দেখা যায়৷ ঊনবিংশ শতাব্দী থেকে তা দিয়ে দড়ি ও মাছ ধরার জাল তৈরি করা হচ্ছে৷ জঙ্গলে এই বুনো কলার গাছ পাওয়া যায়৷ কোনো সেচ পদ্ধতি, সার বা কীটনাশকের প্রয়োজন হয় না৷ তার আঁশ শুকানো হয় এবং পরে কাগজে পরিণত করা হয়৷ ক্রিস্টিয়ান কেগি বলেন, ‘কলাগাছের আঁশ পাকিয়ে সুতায় পরিণত করে তা বুনলে অত্যন্ত অসম সারফেসের কাপড় তৈরি হয়৷ কিন্তু অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া হিসেবে এই কাগজ তৈরি করলে তা সমান হয়ে যায়৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct