ট্রু-কলার অ্যাপটি বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইলফোন ব্যবহারকারিদের কাছে। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রু-কলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নিই আমরা।কোন এলাকার সিম, কার নামে সিম সবই জেনে ফেলি এই অ্যাপের মাধ্যমে। সবচেয়ে সুবিধা হয় কোনো অপ্রয়োজনীয় ফোন যেমন জীবনবিমা সংক্রান্ত ফোন, বিভিন্ন ক্রেডিট বা ডেবিট কার্ড কোম্পানির কাস্টমার সার্ভিসের নম্বর থেকে কল এলে ট্রু-কলারই দেখিয়ে দেয় তা স্প্যাম কল কিনা। ফলে কোন ফোনটি রিসিভ এবং কোনটি এড়িয়ে যাবেন, সে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যায়। কিন্তু অনেকে আবার নিজের পরিচয় লুকিয়ে রাখতে চান। তারা চান না, কল রিসিভ করার আগেই ট্রু-কলারে উঠুক নাম। এতে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা থেকে যায় বলেও ধারণা অনেকের। এক্ষেত্রে কী করণীয়? ট্রুকলার থেকে নিজের নাম সরিয়ে ফেলার পদ্ধতি রয়েছে। অ্যান্ড্রয়েড ও আই-ফোন দুধরনের স্মার্টফোন ব্যবহারকারীই এই পদ্ধতি প্রয়োগ করে অ্যাপ থেকে নিজেদের গোপন রাখতে পারেন। ট্রু-কলার অ্যাকাউন্টটিতে লগ ইন করলে একপাশের কোণে একটি পিপল আইকন দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করে সেটিংয়ে যান। সেখানে অ্যাবাউট এ ক্লিক করলে ডিরক্টিভ অপশনটি পাবেন। সেটি ট্যাপ করলেই আপনার কাজ হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct