রাফাল যুদ্ধ বিমানের মামলার প্রমাণ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নথিপথ ‘চুরি' হয়ে গিয়েছে বলে মেনে নিতে নারাজ সুপ্রিম কোর্ট। রাফাল জেট বিমানের চুক্তির ওই সমস্ত কাগজ মন্ত্রকের অফিস থেকেই খোয়া গিয়েছে বলে বিবেচনা করার জন্য সরকারের প্রাথমিক দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। রাফাল যুদ্ধ বিমানের মামলার প্রমাণ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নথিপথ ‘চুরি' গিয়েছে বলে মেনে নিতে নারাজ সুপ্রিম কোর্ট। এর অর্থ অনুমোদন ব্যতীত প্রচার মাধ্যম দ্বারা ওই শ্রেণিবদ্ধ দলিল প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারে এবং ডিসেম্বর মাসের রায়ের পুনবিবেচনা করার একটি শক্তপোক্ত ভিত্তি হিসাবেও ব্যবহৃতত হতে পারে। এর আগে রাফাল যুদ্ধ বিমানের চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদি সরকারকে ওই রায়ে ক্লিনচিট দিয়েছিল আদালত। গণমাধ্যমকে দমন করার জন্য কেন্দ্রের এই পদক্ষেপে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছিল, আজ শীর্ষ আদালতের এই রায় সংবাদ মাধ্যমের জন্যও বড় জয়। কেন্দ্র সরকার আদালতকে জানায়, আবেদনকারীদের দায়ের করা নথিগুলি ‘জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল'! যারা কাগজপত্র ফটোকপি করার চক্রান্ত করেছে তারাই নথি চুরি করেছে এবং জনসাধারণের কাছে প্রকাশ করে জাতীয় নিরাপত্তাকে বিপদে ফেলছে। আদালত এই যুক্তি বাতিল করেছে। গত মাসেই শীর্ষ আদালত জানায়, তথ্য জানার অধিকার আইন প্রতিষ্ঠার পর থেকে নথিপত্রের গোপনীয়তার ধারণাটির ব্যাপক পরিবর্তন হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct