ক্রমে জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ের ওপর থেকে গলে যাচ্ছে বরফ। গত ৫৫ বছরে সাড়ে ৯ লাখ কোটি টনেরও বেশি বরফ গলে গিয়েছে বিশ্বের প্রায় সব প্রান্তের হিমবাহের। গবেষকা জানিয়েছেন, উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে গোটা বিশ্বের হিমবাহগুলো যে হারে গলতে শুরু করেছে, তাতে আগামী ১০০ বছর পর পৃথিবীর কোনো প্রান্তেই আর কোনো হিমবাহ খুঁজে পাওয়া যাবে না। আরও উদ্বেগজনক বিষয়, সিন্ধু ও গঙ্গোত্রীর মতো হিমালয়ের বিশাল বিশাল হিমবাহগুলোর প্রায় প্রত্যেকটিই গলে গিয়ে তৈরি করছে সুবিশাল হ্রদ। যা লাগোয়া এলাকাগুলোতে বিধ্বংসী বন্যার আশঙ্কাকে জোরালো করে তুলেছে। ভয়াবহ অবস্থা ভারত, নেপাল, চীনসহ দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর প্রত্যেকটি বড় হিমবাহের। সবারই বরফ গলে যাচ্ছে অত্যন্ত দ্রুত হারে। এর ফলে সমুদ্রের জলস্তরকে ঠেলে ওপরে তুলে দিয়েছে অন্তত ২৭ মিলিমিটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct