সামনের লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এদিন এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশের নির্বাচন কমিশন। শুধু এই ছবিটি নয়, নমো টিভি নিয়েও আপত্তি জানিয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার মোদির বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল। তাই এই ছবি নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক চায় না কমিশন। যার জেরে এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট অবশ্য এমন কোনও পদক্ষেপ নেওয়ার কথা বলেনি। ছবিটি মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক কংগ্রেস নেতা। কিন্তু শীর্ষ আদালত জানায় এটি কোন দরকারী বিষয় নয়। এর জন্য সময়ের অপচয় করা যায় না। এমনকি বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct