সামনের মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। এমন সময়ে এসে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেটাও তাদের দ্বিতীয় হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহিতে। দলের পারফরম্যান্স নিয়ে কথা হতেই পারে। তবে পাকিস্তানের ক্রিকেটারদের আসলে ফিটনেস নিয়েই কথাটা হয় বেশি। ক্রিকেটাররা বেপরোয়া জীবন যাপনে অভ্যস্ত।খাওয়া দাওয়ার বাছ বিচার নেই-এমন অভিযোগ সম্প্রতি উঠতে শুরু করেছে। এবার পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম সরাসরি দুষলেন সরফরাজদের খাদ্যাভাসকে। বিশেষ করে বিশ্বকাপের আগে সব দল যখন নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত তখন সরফরাজরা উল্টোপাল্টা খাবার খেয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ আকরামের। তিনি কাঠগড়ায় তুলেছেন ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানিকে। যে খাবারটি আসলে শরীরে মেদ বাড়িয়ে দেয়। ফিটনেস লেভেলও কমিয়ে দেয় অল্প সময়ে। পাক ক্রিকেটারদের বিরিয়ানি খাওয়া নিয়ে টিম ম্যানেজম্যান্টের সমালোচনা করে ওয়াসিম আকরাম বলেন, 'পাকিস্তানি খেলোয়াড়দের এখনও বিরিয়ানি খেতে দেওয়া হয়। তাদেরকে এমন বিরিয়ানি খাইয়ে আপনি চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াই করতে পারবেন না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct