ব্রিটেনের ম্যানচেস্টারে অাত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২জন সিহত হয়েছে৷ সোমবার রাতের ম্যানচেস্টার শহরে যখন পপ কনসার্ট চলছিল তখন এই বিস্ফোরণ ঘটে৷ মার্কিন পুলিশ এই অাত্মঘাতী হামলাকে জ্ঙগিদের কাজ বলে জানিয়েছে, এই ঘটনায় ২২ নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৫৯জন অাহত হয়েছে৷
বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, হামলার জন্য বেছে নেওয়া সময় এবং স্থান আর হামলার প্রকৃতিই বলে দিয়েছে যে এটি আত্মঘাতী হামলা ছাড়া অার কিছু নয়৷
ম্যানচেস্টার টুলিশ কনস্টেবলের চিফ অায়ান হফকিনস বলেছেন, অাক্রমণকারীদের কাছে বিস্ফোরক দ্রব্য থাকায় নিশ্চিত হওয়া গেছে যে এটি জঙ্গিদের কাজ৷
ব্রিটিশ পুলিশ বলছে, ১২ বছর পর এই ধরনের জিঙ্গ হামলার ঘটনা ফের ঘটল সেদেশে৷
২০০৫ সালের জুলাইয়ে লন্ডন ট্রান্সপোর্ট সিস্টেমে জঙ্গি হামলা হয়েছিল। ৪ আত্মঘাতী হামলাকারী কেড়ে নিয়েছিল ৫২টি তাজা প্রাণ। হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আর লেবার নেতা জেরেমি করবিন। এ ঘটনায় ম্যানচেস্টার অ্যারেনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।ম্যানচেস্টার অ্যারেনায় ওই কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে কনসার্ট ভেন্যু থেকে বেরিয়ে আসেন। তবে শিল্পী আরিয়ানা গ্রান্ডে অক্ষত রয়েছেন। কনসার্টে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী ২২ বছরের মাজিদ খান। তিনি জানান, বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সবাই এরিনা এলাকা ত্যাগ করার চেষ্টা করছিলাম।
ক্যাথেরিন ম্যাকফারলেন নামের আরেক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা বের হচ্ছিলাম। দরজার ডান পাশ পর্যন্ত যাওয়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সবাই চিৎকার করে উঠেন। বিস্ফোরণের আওয়াজ এতোটাই বেশি ছিল যে, যেন বুকের মধ্যে আপনি এটা অনুভব করছেন। সবাই দৌড়াচ্ছিল, চিৎকার করছিল এবং বের হওয়ার চেষ্টা করছিল।’
ব্রিটিশ দৈনিক জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা নিয়ে অইএস জঙ্গি সংগঠন ম্যাসাজ অাদান প্রদান করে উচ্ছ্বাস প্রকাশ করায় এটি তাদের কাজ বলে স্পষ্ট হয়ে উঠছে৷ তবে এখনো তার দায় স্বীকার করেনি অাইএস৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct