কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ৪০ জন জওয়ান শহীদ হওয়ার পর কাশ্মীরের কয়েক শত রাজনীতিকের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করেছিল সরকার। এই নিয়ে ওই রাজনীতিকরা নির্বাচন কমিশনের কাছে নালিশ জানান। তারা বলেন, রাজ্যে দু দফার ভোট শুরু ১১ এপ্রিল। অথচ তাদের উপর থেকে সরকার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ায় ভোট প্রক্রিয়া অনিশ্চিত করে তোলা হচ্ছে। এটা একটা চক্রান্ত বলে অভিযোগ করা হয়। এই নিয়ে রাজ্যপাল সত্য পাল মালিক সিদ্ধান্ত নেন নিরাপত্তা ব্যবস্থা ফেরানো দরকার। তারপর রাজ্যের মুখ্যসচিব বিভিআর সুব্রাহ্মণ্যম নিরাপত্তা রাকগী ফেরানোর নির্দেশ দেন। এর ফলে কাশ্মীরের প্রায় ৪০০ রাজনীতিক সরকারের দেওয়া তাদের নিরাপত্তা রক্ষী ফিরে পাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct