"সেন্ট্রাল ফোর্স পাব না- ভোট দিতে যাব না।" হ্যাঁ এমন স্লোগান লেখা প্লাকার্ড হাতে বিক্ষোভ চলল দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার হাই স্কুলের ভোট প্রশিক্ষণ কেন্দ্রে। বাড়ি থেকে ভোট কেন্দ্র সবখানেই কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নিরাপত্তা দিতে হবে এমনই দাবিতে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি স্মারকলিপি প্রদান করল ভোট কর্মীদের একাংশ। নিরাপত্তার ঘেরাটোপে ভোট কর্মীদের বাড়ি থেকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া ও একই ভাবে বাড়ি পৌঁছে দিতে হবে এমনটাই দাবি তাদের। আজ সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন ভোট কর্মীরা পরে অবশ্য ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের হস্তক্ষেপে আড়াইটা নাগাদ বিক্ষোভ উঠে যায়। প্রশিক্ষণও গ্রহণ করেন বিক্ষোভকারীরা।
'সারা বাংলা শিক্ষক শিক্ষকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ' - র সহ সম্পাদক অনিমেষ হালদার এক প্রশ্নের জবাবে বলেন, কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত না হলে ভোট গ্রহন করব না। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরের রহটপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার মন্ডলের কর্তব্যরত অবস্থায় নিখোঁজ ও পরে নৃশংস খুন হওয়ার প্রসঙ্গ তুলে, দাবি করেন সারা রাজ্যে ভোট কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে ব্যক্তির জীবনের নিরাপত্তা সাংবিধানিক অধিকার সেখানে নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে কেন কমিশন?
এদিকে বিক্ষোভ ও ডেপুটেশন প্রসঙ্গে মহাকুমা শাসক শান্তনু বসু বলেন, আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পাঠিয়ে দেব। কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা তার যে এক্তিয়ারের বাইরে সে কথাও উল্লেখ করেছেন মহকুমা শাসক। নিরাপত্তা নিশ্চিত হোক আমিও চাই। অন্যদিকে জানা গিয়েছে আগামীকাল ওই সংগঠনের তরফে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করে রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের কাছে একই দাবিকে ডেপুটেশন দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct