আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপির আসন কমলেও পশ্চিমবঙ্গে তাদের আসন সংখ্যা বাড়বে। নিয়েলসন ও নাগপুর টাইমসের সমীক্ষায় জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩১টি আসন। ৮টি বিজেপির ঝুলিতে যেতে পারে। আর কংগ্রেস পেতে পারে ৩টি। কিন্তু বামফ্রন্টের থলিতে এবার একটি আসনও না যেতে পারে। সমীক্ষায় এ কথা বলা হয়েছে, বিজেপি পেতে পারে আগের দার্জিলিং, আসানসোল সহ আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, বনগাঁ ও ব্যারাকপুর আসন। অন্যদিকে, নাগপুর টাইমস পত্রিকা তাদের সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে, এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জাতীয় স্তরে পেতে পারে ১৮২টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ২১৬টি আসন এবং মমতাসহ অন্যরা পেতে পারেন ১৪৪টি আসন। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার সূত্র উল্লেখ করে এই প্রতিবেদন ছেপেছে নাগপুর টাইমস। নাগপুর টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিজেপি এককভাবে পেতে পারে ১৫১টি আসন। আর তাদের শরিকেরা পেতে পারে ৩১টি। আবার কংগ্রেস এককভাবে পেতে পারে ১৪১টি আসন আর তাদের জোট শরিকেরা পেতে পারে ৭৫টি। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি-আরএলডি জোট পেতে পারে ৪৫টি আসন। এখানে কংগ্রেস পেতে পারে ৫টি আসন। অন্যদিকে, ওই সমীক্ষায় আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ২টি, কংগ্রেস পেতে পারে ৪টি আর তৃণমূল পেতে পারে ৩৬টি আসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct