অনেকে পান খান নেশা হিসেবে।অনেকেই খাবার পর একটা পান খেতে পছন্দ করেন। খালি পানের স্বাদ ভাল না-হলেও চুন সুপারি দিলে তার স্বাদ বদলে যায়। অনেকে পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন। বিশেষজ্ঞরা বলছেন, পান পাতা শরীরের জন্য উপকারী হলেও পানের সঙ্গে চুন, জর্দা ও খয়ের খাওয়া ক্ষতিকর। তবে শুধু পান খাওয়া ক্ষতকর, এই ধারণা একেবারেই ঠিক নয়। পান খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। যেগুলি হল-
১. পান পাতায় থাকা রস আমাদের দাঁত আর মাড়ি সুস্থ রাখে ।এছাড়াও পান পাতার রস মুখের ভেতরটা পরিষ্কার রাখে।এমনকী মুখের মধ্যে রক্তপাতও বন্ধ করে দেয়।
২. অনেক সময় হিট স্ট্রোকের ফলে নাক দিয়ে রক্ত পড়ে । এটা বন্ধ করতে পান পাতা মহৌষধি হিসেবে কাজ করে। আসলে পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে।
৩. ছোটখাটো কাঁটা ছেড়ায় পান পাতা বেটে লাগিয়ে দিতে পারেন ।
৪. গ্যাসট্রিকের ব্যথা কমাতে পান পাতা বিশেষ ভাবে সাহায্য করে।
৫. পান পাতায় অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় ব্রণ, ফুসকুড়ি সারাতে সাহায্য করে। ত্বকের অ্যালার্জি, কালো ছোপ, রোদে পোড়া ভাব দূর করতে পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে পারেন ।
৬. শরীরের যে সব অংশে ফাংগাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, যেমন পায়ের আঙুল, সেই সব জায়গায় পান পাতার রস লাগান, উপকার পাবেন।
৭. সাধারণত খাওয়ার পর পান খাওয়া হয় । কারণ, এটি খাবার হজম করতে সাহায্য করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct