শূনে লাফিয়ে বিষধর সাপের মুখে লাথি মেরে নিজের জীবন বাঁচায় একটি ইঁদুর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে তাজ্জব বিজ্ঞানীরাও। অ্যারিজোনা মরুভূমির খাঁ খাঁ অন্ধকারে নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল একটি ক্যাঙ্গারু ইঁদুর। বড় বড় চোখ, লাফ মারতে পারদর্শী তারা। মরু অন্ধকারে ইঁদুরের এক ইঞ্চি দূরেই শিকার ধরার অপেক্ষায় বসেছিল মারাত্মক বিষাক্ত রাটেল স্নেক। বজ্রপাতের চেয়েও দ্রুত আক্রমণে রাটেল স্নেকের হামলা মানে শিকারের অবশ্যম্ভাবী মৃত্যু। কিন্তু এক সেকেন্ডেরও কম সময়ে সাপের হামলার মুখে পড়েও কার্যত সাপের মুখে মরুভূমির বালি ছড়িয়ে প্রাণে বেঁচে গেল এই ইঁদুরটি! পুরোটাই ধরা পড়েছে ভিডিওতে। রিভারসাইড এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও সান দিয়েগো স্টেট ইউনিভার্সিটির গবেষক দলের একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে, এই ইঁদুরের প্রাণে বেঁচে ফেরার ঘটনাটি কেবলমাত্র ভাগ্য নয়। হাই স্পিড ক্যামেরা ব্যবহার করে, ফ্রেইমিলার এবং হুইটফোর্ড গবেষকদের একটি দলকে ইউমা, অ্যারিজোনার বাইরে মরুভূমিতে এই ধরণের কাজে নেতৃত্ব দেন। যখন তারা নিজেরা এই ফুটেজ পর্যালোচনা করেন, তারা কেউই বিশ্বাস করতে পারেননি। ওই ফুটেজে দেখা গেছে, ওই ক্যাঙ্গারু ইঁদুরটি স্পষ্টতই হাওয়াতে লাফ মারার আগে রাটেল স্নেকের মাথায় দু'পায়ে লাথি মেরেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct