আজকাল জমির যা দাম বেড়েছে তাতে স্বপ্নের বাড়ি বানানো স্বপ্ন হয়েই থেকে যাচ্ছে। বড় জোর অনেকগুলো টাকা দিয়ে একটা পায়রার খোপের মতো ফ্ল্যাটে গিয়ে থাকতে হচ্ছে অনেকের। শুধু জমির দাম না, বাড়ছে ইঁট বালি সিমেন্টের দামও। তাই নিজের বাড়ি হবে এই স্বপ্নটাই বোধহয় আর কয়েকদিন পর দেখা যাবে না। এই রকম পরিস্থিতিতে নতুন এক বাড়ি আবিষ্কার করলেন ইটালিয়ান আর্কিটেক্ট রেনাটো ভিদালে। দু’রকম মাপের বাড়ির ডিজাইন তৈরি করছে তারা। ছোট বাড়িটির জন্য ২৯০ বর্গফুটের জায়গা আর বড়টি তৈরির জন্য ৯০৪ বর্গফুটের জায়গা প্রয়োজন। তবে দু’ রকমের বাড়ির উচ্চতা সর্বোচ্চ ২১ ফুট। ৩০০ থেকে ৩৫০ বর্গফুটের ছোট এক টুকরো জমিতে মাত্র ৬ ঘণ্টায় বানিয়ে ফেলা যায় এই বাড়ি। বাড়ির নকশা বা ডিজাইনও হবে আপনার পছন্দ মতোই। বাড়িটি হবে ফোল্ডিং। কংক্রিটের কোনও রকম অবলম্বন বা সাপোর্ট ছাড়াই তৈরি করা যায় এই বাড়ি। এই বাড়ির প্রধান উপাদান স্টিল ফ্রেম, পলিইউরেথিন ফোম আর রক উল। ভূমিকম্প প্রতিরোধ করার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে রেনাটো ভিদালের এই ‘ফোল্ডিং বাড়ি’তে। শুধু তাই নয়, এটি সম্পূর্ণ ‘ওয়াটারপ্রুফ’। বাথরুম, মডিউল কিচেন, ডাইনিং, শোবার ঘর, সিঁড়ি, স্টোরেজ— আর পাঁচটা সাধারণ বাড়ির মতো সব কিছুই রয়েছে এই ‘ফোল্ডিং বাড়ি’তে। দাম মাত্র ২০ লক্ষ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct