অবশেষে আইপিএল দ্বাদশ আসরেও উঠলো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। গত ৬ মার্চ ধোনির চেন্নাই সুপার কিংস ও প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব মুখোমুখি হয়। আর সেই ম্যাচেই ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ১৬০ রান সংগ্রহ করে ধোনির চেন্নাই। জবাবে ১৩৮ রানে থেমে যায় প্রীতির দল। প্রশ্ন উঠছে, পাঞ্জাবের দুই ফিফটির পরেও কিভাবে দল হারে? ক্রিকেটবোদ্ধাদের প্রশ্ন সেখানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ধীরগতিতে ব্যাট করতে থাকে পাঞ্জাব। উইকেট থাকা সত্ত্বেও এইদিন ধীরগতিতে খেলতে থাকেন ওপেনার কে এল রাহুল। একই হাল সতীর্থ সরফরাজেরও। দুই জনে তুলে নিয়েছেন অর্ধশতক।তখন পাঞ্জাবের হাতে ৭ উইকেট।এরপর থেকে সহজ ম্যাচকে কঠিন করে তুলেন প্রীতির ব্যাটাররা।১৭ ওভারের সময় বিদায় নেন থিতু হওয়া দুই ব্যাটসম্যান। এরপর সন্দেহের তীর আরও বেড়ে যায়। শেষমেশ ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ হারতে হয় তাদের। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct