বিজেপির তৈরি পশ্চিমবঙ্গের তূণমূল কংগ্রেসের জন্য তৈরি করা ‘থিম সং’ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সুর ও সঙ্গীতে তৈরি এই গানটি কোথাও বাজানো যাবে না বলে জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ। অমিত চক্রবর্তীর লেখা এই গানটিতে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্মফুল’ পশ্চিমবঙ্গে ফুটবে ও তৃণমূল কংগ্রেসকে ‘না’ বলতে বলা হয়েছে। হ্যাশট্যাগ ব্যবহার করে ‘#এইতৃণমূলআরনা’ টুইট করেছিলেন বাবুল সুপ্রিয় এবং একই শব্দগুলো তার গানেও ব্যবহার করেছিলেন।সহকারী প্রধান নির্বাচনী কর্মকর্তা সঞ্জয় বসু বলেছেন, “প্রথমত এই থিম গানটির আগাম-অনুমতিপত্র নেওয়া হয়নি যে বিষয়টি আমরা কমিশনকে অবহিত করি। এছাড়া গানটি বিভিন্ন জায়গায় বাজানো হয়েছে তাই এটি বাজানো বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct