প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার কোচবিহারে বিজেপির নির্বাচনী সভায় জোর ভাষণ দিয়েছেন। এরপর তিনি আজকেই ত্রিপুরা ও মণিপুরে ভাষণ দেবেন। তবে এদিন কোচবিহারে মোদি যে ভাষণ দিয়েছেন তাতে তিনি ক্ষমতায় এলে চমকপ্রদ প্রতিশ্রুতি দিলেন। এমনিতেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেছেন উন্নয়নের স্পিডব্রেকার বলে। এবার অভিযোগ করলেন যারা দেশে দুজন প্রধানমন্ত্রী চান দিদি তাদের সমর্থন করছেন। কিন্তু এ তো গেল সমালোচনার পালা। সে সব ছাপিয়ে তিনি বাংলার ভোটারদের নতুন প্রতিশ্রুতি দিলেন। বললেন, ক্ষমতায় এলে এবার ভারতবাসীর ফোন করা ফ্রি করে দেওয়া হবে। ইন্টারনেট খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা করা হবে।
কোচবিহারে রেল চলাচলের যাতে আরো উন্নতি হয় তারও প্রতিশ্রুতি দেন। কিন্তু সব কে পিছনে ফেলে দিয়েছে ফোন করা ফ্রি করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি। দেশে এখন কটিকটি জনগণ ফোন ব্যবহার করেন। প্রত্যেকের ফোন ব্যবহার প্রায় আবশ্যক হয়ে উঠেছে। ফোন করার এই অভ্যাসে যাতে খামতি না হয় তাই ফোন কল ফ্রি করে দেওয়ার প্রতিশ্রুতি যে এবারের নির্বাচনে নতুন চমক তাতে সন্দেহ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct