কর ফাঁকির মামলাটি অনেকদিন ধরে ঝুলছিল। অবশেষে আদালত এদিন রায় দিল। সেই মামলায় হেরে গেলেন জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর ফলে তাঁলে মহাবিপদে পড়তে হতে পারে। বরাবরই ফুটবলের গোমর ফাঁস করে থাকেন বিখ্যাত সংবাদমাধ্যম ফুটবল লিকস। এর সহায়তা নিয়ে ২০১৬ সালে রোনাল্ডো ও মরিনহোর ‘মহা’ ট্যাক্স ফাঁকির খবর প্রকাশ করে ডের স্পেইগেল। জার্মান সংবাদমাধ্যমটি জানায়, নিজ নামের স্বত্ব ব্যবহার করে সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে অখ্যাত প্রতিষ্ঠানে প্রচুর অর্থ ঢালেন রোনাল্ডো। এ তথ্য সংগ্রহে ফুটবল লিকসের সঙ্গে একযোগে কাজ করেন ইউরোপের ৬০ খ্যাতনামা সাংবাদিক। মামলায় জিতে ফুরফুরে মেজাজে ডের স্পেইগেল। সামনে রোনাল্ডো নিয়ে আরও খবর ছাপতে পারে ম্যাগাজিনটি। সঙ্গত কারণে ফের ঝামেলায় পড়তে পারেন পর্তুগিজ তারকা।
ডের স্পেইগেলের প্রতিবেদন অনুযায়ী, ‘বিবাদীর আবেদন জমা রাখতে’ আদেশ দিয়েছেন হ্যামবুর্গ আদালত। ইতিমধ্যে মামলা তুলে নিয়েছে আইনি সংস্থা শার্টজ বার্গম্যান। এটি আবার স্প্যানিশ সংস্থা সান ফেরেরোর সঙ্গে একজোট হয়ে কাজ করে। গত জানুয়ারিতে স্পেনে ফৌজদারি মামলার পরিপ্রেক্ষিতে জেল এড়িয়ে যান রোনাল্ডো। তবে এবার মনে হয় রেহাই পাচ্ছেন না সিআর সেভেন। বিশাল অঙ্কের জরিমানাসহ জেলে যেতে হতে পারে তাঁকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct