এতদিন আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন আসগর আফগান। তবে বিশ্বকাপের আগে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইংল্যান্ড বিশ্বকাপের আগে ওয়ানডেতে দেশটির অধিনায়ক করা হয়েছে গুলবাদিন নাইবকে। টি-টোয়েন্টি ক্রিকেটের নেতূত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রশিদ খানকে। আর দেশটির টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন রহমত শাহ। এসিবি শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন তিন অধিনায়কের মধ্যে কেবল দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রশিদ খানের। এর আগে আফগানদের চার ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন তিনি। তাঁকে ওয়ানডে দলের সহঅধিনায়কও করা হয়েছে। আর টি-টোয়েন্টিতে শফিকউল্লাহ শফিক এবং টেস্টে হাসমতউল্লাহ শাহেদি সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct