সীমান্ত পেরিয়ে আসায় পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করে ভূপাতিত করেছে ভারত। এতদিন এই দাবী করে আসছিল ভারতের বিমান সামরিকবাহিনী।যদিও পাকিস্তান বরাবরই সে দাবি অস্বীকার করে আসছিল। এবার মাকিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের দাবিই সঠিক। পুলওলামায় গত ১৪ ফেব্রুয়ারি এক আত্মঘাতি হামলায় আধা-সামরিক বাহিনীর ৪৯ সদস্য নিহত হয়। এর প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি ভারত বালাকোটে পাল্টা হামলা চালিয়েছিল। পরদিন পাকিস্তান ভারতে গিয়ে হামলা চালিয়ে আসে। সে সময় একটি এফ-১৬ বিধ্বস্ত করা হয়েছিল বলে দাবি করেছিল ভারতের সামরিক বাহিনী। পাকিস্তান তাদের সেই দাবি নাকচ করে দেয়। ওই ঘটনার ৩৭ দিনের মাথায় ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের কাছে থাকা সবকটি এফ-১৬ যুদ্ধবিমান অক্ষত আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct