আইপিএলের মধ্যিখানে বিপদ বাড়লো হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের। তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন বিসিসিআই-এর ন্যায়পাল ডিকে জৈন। সমনে বলা হয়েছে আগামী ৯ ও ১০ এপ্রিল মুম্বাইয়ে তাদেরকে শুনানির জন্য হাজিরা দিতে হবে। এর আগে ‘কফি উইথ করণ’ নামের টিভি শোতে মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডে। তারপর সাময়িকভাবে তাদের ভারতীয় ক্রিকেট দল থেকে নিষিদ্ধও করা হয়েছিল। অস্ট্রেলিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এরপর ২৪ জানুয়ারি নিষেধাজ্ঞা উঠে গেলেও তদন্ত চালু রাখে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। এরই অংশ হিসেবে এখন তাদের শুনানিতে অংশ নিতে হবে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পান্ডিয়া খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর লোকেশ রাহুলের দল কিংস ইলেভেন পাঞ্জাব। শুনানির সময় এই দু’টি ফ্র্যাঞ্চাইজি’র জন্য একটু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পান্ডিয়ার শুনানি ৯ এপ্রিল। ১০ এপ্রিল রাহুলের শুনানি। ১০ এপ্রিল, মুম্বাইয়ের মাটিতে পাঞ্জাবের মুখোমুখি হবে রোহিতরা। ফলে ম্যাচটিতে পান্ডিয়ার খেলা মোটামুটি নিশ্চিত হলেও রাহুলের খেলা নিয়ে তাই আছে সংশয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct