বিজেপি নেতা বাবুল সুপ্রিয়'র লেখা ও সুর করা যে গানটি দলের প্রচারে ব্যবহার করা হচ্ছে, সেটির ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিল না নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু বলেন, ' মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি) এখনও অনুমতি দেয়নি। এছাড়া, বিজেপি এখনও পর্যন্ত এই প্রচারের গানটির পরিমার্জিত সংস্করণটি আমাদের কাছে দিতে পারেনি। রাজ্য পর্যায়ে বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছি আমরা। সেই অভিযোগগুলি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে গানটি বাজানো হয়নি কেন? এই প্রশ্নের সাফ জবাব দেন সঞ্জয় বসু। তিনি বলেন, আমরা অনুমতি দিইনি। এর আগে বিজেপি নির্বাচন কমিশনের নির্দেশমতো এমসিএমসি-র কাছে নিজেদের প্রচারের গানটির কথা জমা দিয়েছিল। তারপর মুখ্য নির্বাচনী অফিসার গানটির পরিমার্জিত সংস্করণের কথাও জমা দিতে বলেন বিজেপিকে। রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই গানটিকে ব্যবহার করায় বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct