পাঞ্জাবের অমৃতসর ও বাথিণ্ডায় সোমবার দুটি পৃথক পথদুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। আজ সোমবার পুলিশ একথা জানিয়েছে। জানা গেছে, উমরারাঙ্গাল বাইপাসের কাছে সুভ একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে তিন মহিরাসহ সাতজন নিহত ও অপর নয়জন আহত হয়। অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুভটির চালক বেপরোয়াভাবে চালাচ্ছিল। তাই সে মোড়ে বাঁক নেয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে খেয়াল করেনি। পুলিশ কর্মকর্তারা জানায়, নিহতরা এ সময় অমৃতসরের প্রসিদ্ধ স্বর্ণ মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। অপর ঘটনায় একটি বাসের সাথে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অপর ১৮ জন গুরুতর আহত হয়েছেন। বাথিন্ডা জেলার জেতুকে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড জোরে সংঘর্ষ হওয়ায় দুটি গাড়িরই মারাত্মক ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct