আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও ক্ষমতায় দেখতে চায় পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। ভারত-পাকিস্তানের দুই দেশের দুই প্রাক্তন গোয়েন্দাপ্রধানের যৌথভাবে লেখা ‘দ্য স্পাই ক্রনিক্যালস’ নামক এক বইয়ে এ কথা বলা হয়েছে।পাকিস্তান আইএসআইয়ের প্রাক্তন প্রধান লে. জেনারেল আসাদ দুররানি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান এএস দুলাত যৌথভাবে এ বইটি লিখেছেন। এই বইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক, কাশ্মীর সংকট, কারগিল যুদ্ধ, অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন নেভি সিলের অভিযান, কুলভূষণ যাদব গ্রেফতার, হাফিজ সাইদ, বুরহান ওয়ানীসহ অন্যান্য দ্বিপক্ষীয় নানা বিষয় তুলে ধরা হয়েছে। আইএসআইয়ের প্রাক্তন প্রধান লে. জেনারেল আসাদ দুররানির মতে, উভয় দেশের আন্তঃসীমান্ত উত্তেজনা ও সংঘাত এখনই বন্ধ করা উচিত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মাঝে শান্তি দেখতে চাইলে উভয় দেশের সরকারকে পেছনে ফিরতে হবে। পাক এই গোয়েন্দাপ্রধানের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আইএসআইয়ের কাছে অধিক পছন্দের। কারণস্বরূপ তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন কট্টরপন্থী। এ কারণে তিনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। আর কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি ভারতকে ধ্বংস করতে পারে, যা পাকিস্তানের জন্য খুব পছন্দের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct