একটি ৬ বছর বয়সী শিশু করুণ মুখে দাঁড়িয়ে হাসপাতালের গেটে। তার ডান হাতে দশ টাকার নোট এবং বাঁ হাতে একটি মুরগির বাচ্চা। সে আহত মুরগির বাচ্চাটিকে বাঁচাতে হাসপাতালে হাজির হয়েছে হাতে দশ টাকা নিয়ে। এই ছবিই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে মিজোরামে।আর এই ঘটনা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। যদিও নিস্পাপ এই শিশুর কীর্তি শুনলে হেসেই লুটোপুটি খেতে হবে। কেঁদেও ফেলতে পারেন, মানবিক স্পর্শে। অথবা চরম বিস্ময়ের সঙ্গে ভাবতে পারেন, এমনটাও সম্ভব! জানা গিয়েছে, মিজোরামের সাইরাং অঞ্চলের ডেরিক সি লালচনহিম নামে ওই শিশুটি সাইকেল চালানোর সময় ভুল করে চাপা দেয় সেই মুরগির বাচ্চাকে। প্রতিবেশীর মুরগির বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত শিশুটি তার কাছে যে টাকা ছিল তা হাতে নিয়ে মুরগির বাচ্চাসহ পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়। শিশুটির বাবা বলেন, 'কাঁদতে কাঁদতে মুরগি বাচ্চাটিকে নিয়ে প্রথমে বাড়িতে ছুটে আসে ও। বলে, মুরগিটাকে হাসপাতালে নিয়ে যেতে। ও তখনও বুঝতে পারেনি, মুরগির ছানাটা মারা গেছে। ও খুব কাঁদছিল। আমরাও সত্যিটা বলতে পারিনি ওকে ও ভাবে কাঁদতে দেখে। তাই ওকে বলি, ও যাতে নিজেই হাসপাতালে নিয়ে যায় মরগি বাচ্ছাটিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct