উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। ক'দিন আগে তিনি ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদিজি কি সেনা’ বলে মন্তব্য করেছেন। এ কারণে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘নমো টিভি’ চালু করার বিষয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের জবাব চেয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া দূরদর্শনের কাছে নির্বাচন বিষয়ক প্যানেল জানতে চেয়েছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ম্যায় ভি চৌকিদার’ শীর্ষক ভাষণ ৩১ শে মার্চ সরাসরি সম্প্রচার করেছে। পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপি ও আরএসএস-এর সমালোচনা করেছেন। বলেছেন, তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। ছড়িয়ে দিচ্ছে ঘৃণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct