গত লোকসভা ভোটে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাঁড়িয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে৷ এবারও লড়ছেন সেখান থেকে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এখনও বারাণসী আসনটি ফাঁকা রেখেছে৷ অনেকের মধ্যে প্রশ্ন উঠছে, কংগ্রেস ওই আসনে কাকে দাঁড় করাবে? একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ জানাতে উত্তরপ্রদেশে সদ্য কংগ্রেস সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া প্রিয়াংকা গান্ধী প্রার্থী হবেন মোদির বিরুদ্ধে। এই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে প্রিয়াংকার উত্তরপ্রদেশ ভ্রমণে। এ ছাড়া রাহুল গান্ধীর কেন্দ্রে প্রচার করার সময় প্রিয়াংকাকে কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কথা বললে উত্তরে তিনি বলেন, ' বারাণসী থেকে কেন নয়?' পরে অবশ্য তিনি বলেন, 'আমার দল চাইলে প্রার্থী হতে রাজি আছি৷' রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রিয়াংকাকে বারাণসী থেকে প্রার্থী করে শেষবেলায় চমক দিতে পারেন রাহুল গান্ধী৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct