সবাইকে অবাক করে এদিন সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান আপগার্ড-এর গবেষকরা জানিয়েছেন, তারা দুটি ভিন্ন সার্ভারে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়টি উদঘাটন করতে সক্ষম হয়েছে। আপগার্ড জানিয়েছে, আমাজনের সার্ভারে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর যেসব তথ্য পাওয়া গিয়েছে, সেগুলো হলো-নাম, পাসওয়ার্ড, কমেন্টস ইত্যাদি। দুটি ভিন্ন ফেসবুক অ্যাপ ডেভলপারের মাধ্যমে আমাজনের ক্লাউড সার্ভারে সংরক্ষিত করা হয়েছে। আপগার্ড বলছে, মেক্সিকোর কালচারা কালেকটিভা নামের একটি কোম্পানি আমাজনের সার্ভারে প্রায় ১৪৬ গিগাবাইট ডাটা সংরক্ষণ করেছে। এর মধ্যে ৫৪ কোটি ( ৫৪০ মিলিয়ন) গ্রাহকের তথ্যও (রেকর্ড) রয়েছে। এর আগেও ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে খবর মিলেছে। গত বছর ক্যামব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ফেসবুক। সে সময় অভিযোগ ওঠে, প্রায় এক কোটি ফেসবুক ব্যবহারকারী তথ্য তাদের অগোচরে হাতিয়ে নিয়েছে ফেসবুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct