ইন্টারনেটে ভিডিও শেয়ারিংয়ের বহুল আলোচিত অ্যাপস টিকটক। এবার ভারতে টিকটকের ওপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে। জানা গিয়েছে, মাদ্রাজ হাইকোর্টে এই অ্যাপসের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি হয়। শুনানিতে আদালত জানান, টিকটকের ভিডিও শিশু-কিশোরদের পর্নোগ্রাফির প্রতি আসক্ত করছে। মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রকে যত দ্রুত সম্ভব অ্যাপটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। টিকটক বন্ধ চেয়ে সিনিয়র আইনজীবী ও অধিকারকর্মী মুথু কুমার আবেদন করেন। টিকটকের ভিডিওয়ের মাধ্যমে পর্নোগ্রাফি, সাংস্কৃতিক অবনতি, শিশু নির্যাতন ও আত্মহত্যা আরও বাড়ছে বলে অ্যাপসটি নিষিদ্ধ করার আবেদন জানান মুথু। বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের বেঞ্চ টিকটক বন্ধের নির্দেশ দেন।সেইসঙ্গে শিশুদের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে বিচারপতিরা আগামী ১৬ এপ্রিলের আগে চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের মতো আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে মতামত জানাতে বলেছেন। টিকটকের এক মুখপাত্র বলেছেন, 'কোম্পানি স্থানীয় আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আদালতের আদেশের অনুলিপির অপেক্ষায় রয়েছি। এরপরেই সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct