নির্বাচন মানেই টাকার খেলা। সেই টাকার খেলায় এবার জড়িয়ে পড়লেন এক বিজেপি প্রার্থীর পুত্র ও প্রাক্তন বিজেপি বিধায়ক পুত্র। এই দুই পুত্রের গাড়ি থেকে উদ্ধার হল প্রায় দু কোটি টাকা। নির্বাচন কমিশনের কর্মীরা তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাসিঘাট শহরের একটি সরকারি গেস্ট হাউসে। সেখানে দীর্ঘক্ষণ পার্ক করা দুটি গাড়ি দেখে সন্দেহ হয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তারা সেই গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসতে এক কোটি ৮০ লাখ টাকা।
লোকসভা নির্বাচনের ঘোষণার পর এত বড় অঙ্কের টাকা উদ্ধার এই প্রথম। এত নগদ টাকা কেন বিজেপি নেতার ছেলে গাড়িতে রেখেছিলেন ও তার উৎস কি তা নিয়ে অনুসন্ধান চলছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা কাঙ্কি দারাঙ বলেন, এ যাবত ওই রাজ্যে উদ্ধার করা অর্থের মধ্যে এটিই সবচেয়ে বড় অংক। এর মধ্যে ছিল একটি গাড়ি। এই গাড়িটির মালিক ক্রিস্টোফার পারমি। ক্রিস্টোফার পারমি হলেন মেবো কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঙ্গি পারমির ছেলে। ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক কোটি টাকা। আরেকটি গাড়ি ছিল সেখানে। সেটি ব্যক্তিগত গাড়ি। এর মালিক প্রাক্তন এমএলএ রালোমগ বোরাং। এই গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে ৮০ লাখ টাকা। তবে সরকারি গাড়িটি নিবন্ধিত আছে পরিবহন মন্ত্রণালয়ের উপ সচিবের নামে।
তবে অভিযুক্ত বিজেপি বিধায়কের ছেলে জানিয়েছেন, জমি কেনার জন্য তিনি আত্মীয়দের কাছ থেকে ধার করেছেন ওই অর্থ। পারে বাজেয়াপ্ত করা অবশ্য ফেরত পান তিনি।
এ ব্যাপারে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুর্যেওয়ালা বলেন, বিজেটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অর্থের বিনিময়ে ভোট কিনছে। এ জন্য মুখ্যমন্ত্রী খানডু ও উপ মুখ্যমন্ত্রী ছোওনা মেইনকে অবিলম্বে বরখাস্ত করার আহ্বান জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct