বিশ্ব উষ্ণায়নের কারণে গরম বাড়ছে। গরমের তাপ থেকে রেহাই নেই ভরাট থেকে শুরু করে আমেরিকার দেশও। এই নিয়ে বিজ্ঞানীরা আগেই সতর্কতা জারি কারেছয়ন।জলবায়ু পরিবর্তনের জন্য উষ্ণায়ন বাড়ছে। আর তাই সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে। কিন্তু কোনো কোনো দেশে উষ্ণায়ন বাড়ছে দ্বিগুন গতিতে। উত্তর আমেরিকার দেশ কানাডার তাপমাত্রা দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে বলে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এক বৈজ্ঞানিক গবেষণায় প্রকাশিত তথ্যে বলা হয়েছে কানাডায় তুষার ও সামুদ্রিক বরফ কমে যাচ্ছে। তার ফলে সৌর বিকিরণ শোষণ বাড়ছে এবং ভূপৃষ্ঠ আরো গরম হচ্ছে। কানাডা সরকারও তা স্বীকার করেছে। এক প্রতিবেদনে বলেছে, তাপমাত্রা বাড়ার লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে। একই সাথে পরিস্থিতি আরো তীব্র আকার ধারণ করতে পারে বলেও সাবধান করা হয়েছে।
এছাড়া আরো বলা হয়েছে, কানাডার উত্তরে এবং ব্রিটিশ কলাম্বিয়া অংশে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ১৯৪৮ সালে প্রথম কানাডায় জাতীয় পর্যায়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। এর পর থেকে দেশটির গড় তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কিন্তু দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা বেড়েছে ২.৩ ডিগ্রি সেলসিয়াস। কানাডার গড় তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী মানবসৃষ্ট কারণ। উষ্ণায়ন বৃদ্ধির ফলে দেশটিতে যেসব প্রভাব দেখা দেবে সে সম্পর্কেও আগাম ধারণা দেওয়া হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে আবহাওয়াজনিত চরম পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবদাহ বৃদ্ধি পাবে, দাবানল ও খরার হুমকি তৈরি হবে। সমুদ্রের জলে অক্সিজেনের পরিমাণ কমবে কিন্তু অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে। যার ফলে সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হবে। আগামী কয়েক দশকের মধ্যে কানাডার সীমান্তবর্তী আর্কটিক সমুদ্রে গ্রীষ্মকালে বরফের পরিমাণ মারাত্মক হারে কম হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct