দেখতে দেখতে ১১টি আইপিএল শেষ হয়ে গেলেও, একটি আসরের শিরোপাও ওঠেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঘরে। শেষ ছয় মরশুম এই দলের অধিনায়ক বিরাট কোহলি। যদিও দলকে এখনও নতুন কোন আশা তিনি দেখাতে পারেননি। তাঁর মতো ক্রিকেটার দলে থাকলে, যেকোনও দল প্রতিযোগিতায় শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে। স্বাভাবিকভাবে কোহলিকে ঘিরে ব্যাঙ্গালুরুর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু ব্যাট হাতে এবং অধিনায়ক হিসেবে কোহলি আইপিএলে আরও বিবর্ণ হয়ে উঠছেন। চলতি আইপিএলে প্রথম চার ম্যাচেই হেরেছে আরসিবি। ওই চার ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ৭৮ রান। ম্যাচ শেষে কোহলি বলেন, তার দল ইনজুরি সমস্যায় ভুগছে। এখনও দলের সেরা ভারসাম্য খুঁজে পাননি তারা। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তারা। জয়ের ধারায় ফিরলেই দল নিয়মিত জিতবে বলে মনে করেন কোহলি। আরসিবি জিততে না পারায় কোহলির কৌশলকে দুষছেন অনেকে। আগেই গম্ভীর ভারত অধিনায়কের আইপিএল কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনও প্রশ্ন তুলেছেন কোহলিও দলের কৌশল নিয়ে। এখন ব্যাঙ্গালুরুর ভক্তরা কোহলিকে আইপিএলে না খেলার জন্য অনুরোধ করছে। কারণ দলের খারাপ ফল এবং নিজের বাজে পারফরম্যান্স তাকে বিপর্যস্ত করে দিচ্ছে বলে মত তাদের। এক ভক্ত টুইটারে লিখেছেন, 'অনুগ্রহ করে কোহলিকে আইপিএল থেকে বহিষ্কার করুন। মানসিকভাবে আঘাত পাওয়া এই কোহলিকে বিশ্বকাপে আমরা দেখতে চাই না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct