তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর আমলে তিনি নিজের রাজ্যে বিভিন্ন জায়গায় দলীয় চিহ্নের মূর্তি তৈরি করে কোনো ভুল করেননি। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এমনটাই দাবি করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তাঁর শাসনকালে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তার এবং দলিত নেতাদের মূর্তি বসানো হয়েছিল। এমনকী দলের প্রতীক হাতির মূর্তি বসানো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টকে তাঁর হলফনামায় জানিয়েছেন, তিনি নিজের গোটা জীবন নিপীড়িত মানুষের উন্নয়নের জন্য অতিবাহিত করেছেন। সেই কারণে তিনি বিয়ে পর্যন্ত করেননি। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মায়াবতী ও দলের প্রতীক হাতির মূর্তি বসানো হয়েছিল তারই শাসনকালে। জনগণের ইচ্ছেকে সম্মান জানাতে তাঁর এবং তাঁর দলের প্রতীক হাতির মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মায়াবতী। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মায়াবতীকে জানিয়ে দেয় যে, লখনউ ও নয়ডাতে নিজের ও তার দলের প্রতীক হাতি স্থাপনের জন্য জনসাধারণের যে টাকা তিনি ব্যয় করেছিলেন তা ফেরত দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct