দেশের সর্বত্র চলছে বিবৃতির লড়াই ,প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় দেশের রাজনৈতিক হাওয়া সরগরম হয়ে উঠছে। প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই রয়েছেন ভোট যুদ্ধের ময়দানে। সুযোগ পেলে প্রতিপক্ষ কে ঘায়েল করার সুযোগ কেউ হাতছাড়া করছেন না । প্রত্যেক লোকসভা আসন যেন এক রাজনৈতিক যুদ্ধ ভূমিতে পরিণত হচ্ছে। বাদ নেই শিলচর লোকসভা আসন। এদিকে শিলচর লোকসভা আসনের এনপিপি দলের প্রার্থী ইঞ্জিনিয়ার নাজিয়া ইয়াছমিন মজুমদার, সাংসদ সুস্মিতা দেবকে আরএসএস মার্কা সাংসদ নেত্রী বলে তুলোধুনো করেন , তিনি এক বিবৃতিতে বলেন , আমাকে বিজেপির দালাল বলে সংখ্যালঘু এলাকায় প্রচার করছেন সাংসদ সুস্মিতা লবিরা। ইয়াছমিন অবিযোগ করেন, প্রকৃতপক্ষে কংগ্রেস দলের প্রার্থী হলে ও সাংসদ সুস্মিতা দেবের মধ্যে বিজেপি ও আরএসএসের সব গুণ রয়েছে । কারণ হিসেবে তিনি উল্লেখ করেন,শিলচরের কাছে দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার প্রচার গাড়িতে যখন গত বছর হামলা হয়েছিল, তখন ও টু শব্দ করেননি সাংসদ সুস্মিতা দেব । যে নাগরিকত্ব বিলের পক্ষে বিজেপি সেই নাগরিকত্ব বিলের বিপরীতে এ ইস্যু নিয়ে সরব হওয়া তো দুরের কথা নিরব ছিলেন বলে অভিযোগ তোলেন। যদিও এনসিপি প্রার্থীর দাবি, কে হিন্দু কে মুসলিম একথা মাথায় না রেখে সবার আগে আমরা ভারতীয় এতে তিনি সাংসদ হলে বিন্দুমাত্র উন্নয়নমূলক কাজে বৈষম্য করবেন না তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct