শেয়াল গত কয়েকদিন ধরে কয়েকটি গরুকে কামড়েছিল ৷ গ্রামবাসীরা গরুদের সেই কামড়ের বিষয়টি না বুঝতে পারায় সঠিক চিকিত্সাও হয় নি৷ পরপর কয়েকটি গরু মারা যায় ৷ ততক্ষনে সেই গরুর দুধ থেকে তৈরী সত্যানারায়নের সিন্নি খেয়ে ফেলেছেন গ্রামের লোকজন ৷ গরু মারা যেতেই তা নিয়ে আতঙ্ক ছড়িয়া গ্রামে ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে যায় স্বাস্থ্য দফতর ৷ শুরু হয় ভ্যাকসিন দেওয়ার কাজ ৷
এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নারায়নগড় ব্লকের ডাঙ্গরপাড়া এলাকার ৷ এই গ্রামে তিনটি গরুকে কয়েকদিন আগে শেয়ালে কামড়েছিল ৷ তাতে গরুগুলি অসুস্থ্য হয়ে পড়ছিল ক্রমশই ৷ তাতে গরুর মালিক নিজেরা নিজেদের মতো করে চিকিত্সাও করায় ৷ তাতেও রক্ষা হয় নি ৷ পরে পরে গরুগুলি মারা গিয়েছে ৷ গরুর এই মারা যাওয়ার পরে গ্রামবাসীদের সন্দেহ হয় ৷ তাঁরা স্থানীয় জেলার প্রানী সম্পদ দফতরের পশুচিকিত্সকের কাছে সব দেখিয়ে পরীক্ষা করালে তিনি জানিয়ে দেন গরু গুলিকে শেয়ালে কামড়েছিল ৷ তা থেকে জলাতঙ্ক রোগ হয়েই গরু গুলি মারা গিয়েছে ৷ তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct