পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহারে পরিবেশ দূষণের বিষয়টি কমবেশি সবারই জানা। বাজার করতে গেলে বিভিন্ন দ্রব্য পলিথিন ব্যাগে নিয়েই ঘরে ফেরা আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যদিও বিভিন্ন জায়গায় এ্রইমধ্যে এই পাল্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ জায়গায় অবশ্য এই পলিথিনের ব্যবহার আজও বন্ধ করা যায়নি।তবে এর ব্যবহার না বন্ধ করলে সমাজে প্রতিনিয়ত দূষণ বেড়ে চলবে, তা বিজ্ঞানীরা আগেই জানিয়ে দিয়েছেন। মূলত সেটা মাথায় রেখে এবার পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে কলাপাতা ব্যবহার করা শুরু হচ্ছে থাইল্যান্ডে। সস্তা ও স্বাস্থ্যসম্মত এ কলাপাতায় সাশ্রয় হচ্ছে অর্থেরও। তাই সহজে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যাংককের পাশাপাশি থাইল্যান্ডের সুপারমার্কেটগুলোতে এখন সবজিসহ নানা পণ্য কলাপাতায় বেঁধে রাখা হচ্ছে। ক্রেতা এলে তাদের হাতে সেই কলাপাতা জড়ানো পন্য তুলে দিচ্ছেন বিক্রেতারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct