গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ৷ দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পর এই জয় এল রিয়াল মাদ্রিদের। । লা লিগার শেষদিন মালাগার বিপক্ষে ২-০ গোলে জিতে ৩৩তম শিরোপার স্বাদ পেয়েছে তারা। একই দিন অ্যাইবারের বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৪-২ গোলের ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে। কিন্তু ওই ৩ পয়েন্ট তাদের সেরা হওয়ার ধারাবাহিকতা ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ৩৮ ম্যাচে ২৯ জয়, ৬ ড্র ও ৩ হারে ৯৩ পয়েন্ট নিয়ে লা লিগার রাজত্ব দখল করল রিয়াল। আর ৯০ পয়েন্টে লিগ শেষ করেছে বার্সেলোনা৷
গতবা দুবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকে রবিবার মালাগার মাঠে নেমেছিল রিয়াল। শিরোপা জেতার জন্য হার এড়ানোই যথেষ্ট ছিল তাদের জন্য। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দিনে তারা শুধু ড্রয়ের জন্য মাঠে নামেনি। শুরু থেকে বালাইদোসে ঝাপিয়ে পড়েছিল রিয়াল। ২ মিনিটে মালাগার ডিফেন্ডারের ভুলে গোলমুখ খোলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর ওই লক্ষ্যভেদী শটে লিগের সব ম্যাচে গোলের নতুন মাইলফলক স্পর্শ করে রিয়াল। হার্নান্দেজের বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় ইস্কোর কাছে। তিনি বল দেন রোনালদোকে। গোলরক্ষক কামেনিকে বোকা বানিয়ে খালি জালে বল পাঠিয়ে জয় সুনিশ্চত করেন রোনাল্ডো৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct