অনেকেই জানেন না বলিউডের বাদশাহ শাহরুখ খানের বোন অ্যাসিড আক্রান্ত। খবরটি শুনে অনেকেই অবাক। ‘মীর ফাউন্ডেশন’ নামে শাহরুখ খানের একটি দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। ২০১৭ সালে এর কার্যক্রম শুরু হয়। অ্যাসিড হামলার শিকার এবং যেকোনো কারণে পুড়ে যাওয়া মহিলাদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। আহত সেসব মহিলার প্রয়োজনীয় সব চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শ দেওয়া হয়। অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। জানা গিয়েছে , শাহরুখ খান মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা প্রত্যেক অ্যাসিড আক্রান্ত মেয়েকে ‘নিজের বোন’ বলে মনে করেন। তাঁদের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct