গত ১৫ই মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে মোট ৫০জন মুসুল্লিকে হত্যা করে অস্ট্রেলিয়ার ২৮ বছর বয়সী যুবক ব্রেন্টন টারান্ট। নিরাপরাধ মানুষকে হত্যা করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ক্রাইস্টচার্চ পুলিশ। এবার সেই হামলাকারি ব্রেন্টন টারান্ট অভিযোগ জানিয়েছেন, তাকে কারাগারে কোনওরূপ চিকিৎসা দেওয়া হচ্ছে না। ব্রেন্টনকে পারেমোরেমোর অকল্যান্ড জেলখানা, যেটা নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর জেলখানাগুলোর একটি ভাবা হয়, সেখানে সবার থেকে আলাদা রাখা হয়েছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে, ব্রেন্টন জানিয়েছে যে তাকে কোন দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, কোন ফোনও করতে দেওয়া হচ্ছে না। সে অসুস্থ, তাকে চিকিৎসা করা হচ্ছে না। যদিও কারা কতূপক্ষ জানিয়েছে, ব্রেন্টনের সব অভিযোগ ভিত্তিহীন। সে কারাগারে পুরোপুরি সুস্থ আছে। উল্লেখ্য, গত ১৫ই মার্চ ক্রাইস্টচার্চে সেই হামলার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ঘটনার পরের শুক্রবারে হ্যাগলি পার্কে এক স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং অন্তত কুড়ি হাজার মানুষ নিহতদের স্মরণে সমবেত হয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct