এবার লাইভ বা সরাসরি সম্প্রচারে বিধি-নিষেধ আরোপ করতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়াক সাইট ফেসবুক। নতুন এই বিধি-নিষেধের ফলে সকল ব্যবহারকারীর জন্য আর ফেসবুকে সরাসরি লাইভ করা যাবে না। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার পুরো ঘটনা ফেসবুকে লাইভ করেছিলেন অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট। ওই ঘটনায় অন্তত ৫০জনকে গুলি করে হত্যা করেন তিনি। আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। ভয়াবহ ওই ঘটনার সম্প্রচার নিয়ে সমালোচনার মুখে পড়ে ‘লাইভ-স্ট্রিমিং’ নিয়ন্ত্রণ করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ফেসবুক। এদিন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এক চিঠিতে বলেছেন, ' লাইভে কে আসতে পারবে, আর কে পারবে না তা নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে আমরা ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছি। ফেসবুকের মতো একটি অনলাইন প্ল্যাটফর্মকে কীভাবে এমন ভয়ানক হামলার ভিডিও প্রচারে ব্যবহার করা হল, তা নিয়ে আপনাদের অনেকেই যৌক্তিক প্রশ্ন তুলেছেন । এক্ষেত্রে আমাদের আরও বেশি ভূমিকা রাখতে হবে এমন পরামর্শও দিয়েছেন অনেকে। আমরা তাদের সঙ্গে একমত। ' তিনি আরও বলেন, 'কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে সাংঘর্ষিক হয় কি না, এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে কে কে সরাসরি সম্প্রচারে যেতে পারবেন আর কে পারবেন না, সে বিষয়ে বিধি-নিষেধ আরোপ নিয়ে কাজ করা হচ্ছে।'
আরও পড়ুন: