আবারও পাকিস্তান সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনরি যুদ্ধবিমান মিগ ২৭। এদিন পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ ২৭। রাজস্থানের যোধপুরে বিমানবাহিনীর ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই শিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ ২৭। এর আগে গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শালমীরে ভেঙে পড়েছিল ভারতের আরও একটি মিগ যুদ্ধ বিমান। প্রশিক্ষণের কাজ চলার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতেই নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট। গত মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের আকাশযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আঘাতে একটি মিগ ২১ বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানের পাইলটও পাকিস্তানে গ্রেফতার হয়েছিল। পরে পাকিস্তান ওই বিমানের পাইলট অভিনন্দন বতমানকে মুক্তি দেয়।
আপনজন ডেস্ক: বিশ্বে সর্ববৃহৎ এইচএসবিসি (Hongkong and Shanghai Banking Corporation) ব্যাঙ্ক –এর প্রধান মহিলা আর্থিক কর্মকর্তা (chief financial officer)...
বিস্তারিত