অতিরিক্ত কিংবা অস্বাস্থ্যকর খাবার খেলেই যে আপনি মোটা হয়ে যাবেন, ভাবনাটা পুরোপুরি সঠিক নয়। শরীরে লাইপোয়েডিমার মতো রোগ বাঁসা বাধলে আপনি অকারণে মোটা হয়ে যেতে পারেন। লাইপোয়েডিমার ব্যথা কিছুটা সহনীয় করে তুলতে কমপ্রেশনের ব্যবস্থা ৷ কমপ্রেশন স্টকিং পায়ের ভারও লাঘব করে৷ প্রতিদিন মনে হবে, শরীরের ভার যেন দ্বিগুণ হয়ে নীচে ঝুলছে৷ এই স্টকিং সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করে ৷ লাইপোয়েডিমা এমন এক রোগ, যা ত্বকের নীচের চর্বি বাড়িয়ে দেয়৷ ফলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে৷ হাত-পা ফুলে যায়, এমনকি আঙুলও ফুলেফেঁপে ওঠে৷ লাইপোয়েডিমার চর্বি মোটেই স্বাভাবিক চর্বির মতো নয়, বরং তার পরিবর্তিত রূপ৷ সাধারণ চর্বির তুলনায় তা আরও শক্ত ও মোটা৷ ফলে অত্যন্ত ব্যথা হয়৷ ত্বকে ছোঁয়া পেলে, ধাক্কা লাগলে প্রচণ্ড কষ্ট হয়৷ এমন ব্যথা কল্পনা করাও কঠিন। ব্যথার কারণে আসলেই দমে যেতে হয়৷ সকালে ঘুম থেকে উঠলে ব্যথা, রাতে শোওয়ার সময় ব্যথা৷ ফলে সব সময়ে ক্লান্ত লাগে৷লিম্ফ্যাটিক ড্রেনেজ কিছুটা আরাম দিতে পারে৷ সপ্তাহে দু'বার বিশেষ ধরনের মাসাজ করান৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct