রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী মুহম্মদ সেলিমকে সচরাচর মসজিদে যেতে দেখা যায় না। তবে ভোটের বাজারে ভোটারদের মন জয় করতে আদ্যন্ত কমিউনিষ্ট সেলিমকে দেখা গিয়েছে কপালে তিলক কেটে কীর্তনের আসরে হাজির হতে। প্রতিটি কীর্তনের আসরে তিনি হাজির থাকছেন কপালে তিলক কেটে। ব্রহ্মচারীর মত গায়ে জড়িয়ে নিচ্ছেন সাদা উত্তরীয়। মনোযোগ দিয়ে শুনলেন কীর্তন। তবে দলের পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিমের এহেন ভূমিকায় অনেকেই অবাক। সমর্থকদের মধ্যেও চলছে জোর আলোচনা। সেলিম অবশ্য বলেছেন, বিজেপি তো ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে। আমি কীর্তনের আসরে গিয়ে সবাইকে মিলনের সুতোয় গাঁথছি।' বিরোধিরা অবশ্য আক্রমণ শানিয়েছেন সেলিমকে নিয়ে। বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, ভন্ডামির চরম সীমা, ১০১টা ইঁদুর মেরে সাধুর বেশ ধারণ করা যায়, কিন্তু সাধু হওয়া কঠিন কাজ। এ সব ভোটের জন্য হাই পাওয়ার ড্রামা। তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট ভেস্তে যাওয়ায় এখন ‘ভন্ড সন্ন্যাসী’ সাজা ছাড়া পালানোর পথ নেই সেলিম সাহেবের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct