চিকিৎসা করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যম্বুলেন্স করে ফেরার পথে এক শিশু ও মহিলা সহ চার যাত্রীর। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যেয় নানুরের নতুন গ্রামের কাছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
জানা গেছে, ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় এক শিশু, মহিলা সহ চার জনের। মৃতদেহ গুলি ফের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বীরভূমের মুরারই থানার ছাতনা গ্রামের বাসিন্দা নিহতেরা। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, অ্যম্বুলেন্সের চালকের নাম জগদীশ সামন্ত, শিশুপুত্রটির বাবার নাম বাপি মণ্ডল, মায়ের নাম মানষী মণ্ডল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসারত দেড় মাসের একটি শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়ি ফেরার সময় নানুরের নতুন গ্রামের মোড়ের কাছে অ্যম্বুলেন্সের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলের মৃত্যু হয় দুজনের। পরে আরও দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের বাড়ি মুরারই থানার ছাতনা গ্রামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct