এমারজেন্সি জরুরি পরিষেবার এম্বুলেন্স থেকে দমকলের গাড়ি পৌঁছাতে পারেনা গ্রামে। কংগ্রেসের প্রার্থী ঈসা খান চৌধুরী এলাকার ঢোকার আগে দেখেন রাস্তার বেহাল অবস্থা। গাড়ি চলাচলের জন্য কোন ভাবেই উপযোগী নই এই রাস্তা। আর তারই প্রতিবাদে মহিষের গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে মানুষের কাছে ভোট চাইতে গেলেন উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী। মহিষের গাড়িতে প্রার্থীকে দেখে রীতিমত দুঃখ প্রকাশ করলেন স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরা। হতবাক হলেন গ্রামের মানুষেরাও। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিদ্যানন্দপুর, পারো, লক্ষনপুর, চাপড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রত্যন্ত এলাকায় মহিষের গাড়িতে চেপে প্রচারে সারলেন কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী। তিনি বলেন, আমি ভাবতেই পারছিনা উত্তর মালদায় এরকম অবস্তা হয়ে রয়েছে। মহিষের গাড়িতে চেপে প্রচারের জন্য যেতে হবে তা ভাবতেই অবাক লাগছে। একবিংশ শতাব্দীতে গ্রামে বেহাল রাস্তার অভাবে মানুষদের মহিষের গাড়ি ছাড়া কোন কিছুই চলে না। বিগত দিনে এলাকায় রাস্তার উন্নয়ন নিয়ে কোন উদ্যোগই নেয়নি সাংসদ। তাই মানুষের কাছে এসেছি বলেছি নির্বাচনের সাফল্য এলে অবশ্যই এলাকার মানুষদের জন্য পাকা রাস্তা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এদিনের প্রচারে কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম। ছিলেন চাঁচোলের বিধায়ক আসিফ মেহেবুব। এছাড়াও ছিলেন চাঁচোল মহকুমার কংগ্রেস দলের নেতারা। আর এই বিষয়টি নিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের উপপ্রধান সেকেন্দার বক্স বলেন, গত দশ বছর ধরে মৌসুম নূর এলাকার সংসদ রয়েছেন। কিন্তু কোন উন্নয়ন করতে পারেন নি। এছাড়াও তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজের স্বার্থ চরিতার্থ করতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বেহাল রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশের গাড়িও পৌঁছাতে পারে না। মহিষের গাড়ি একমাত্র সম্বল। এই ভাবেই চলতে হয়। দলীয় প্রার্থী গোরুর গাড়িতে প্রচারে আসছেন এর থেকে দুঃখের কিছু নেই। স্থানীয়রা বলেন বৃষ্টিতে এক হাঁটু জল। আর শীত অথবা শুখা মরশুমে ধুলো, এটাই বরাবরই দেখে এসেছে। যে রাস্তা দিয়ে প্রার্থীকে প্রচারের জন্য মহিষের গাড়িতে আসতে হয়। কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী আরো বলেন নির্বাচনী প্রচারে বেরিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে দশ বছর ধরে থাকা একজন সাংসদ এলাকার কোন উন্নয়ন করতে পারেনি। মানুষের কাছে পৌঁছাতে গেলে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা অত্যন্ত প্রয়োজন। এদিকে উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর বলেন কংগ্রেস বানানো গল্প মানুষের কাছে তুলে ধরেছে। বিগত দশ বছরে উত্তর মালদায় বহু উন্নয়ন মূলক কাজ হয়েছে। রাস্তা, পানীয় জল, শিক্ষা স্বাস্থ্য সব কিছুরই উন্নয়ন হয়েছে কোনরকম সমস্যা থাকার কথায় নেই। ভোটের মুখে মানুষের মন পাওয়ার জন্য কংগ্রেস নেতারা মিথ্যা কথা বলছেন। উত্তর মালদায় ঢালাও উন্নয়ন হয়েছে বলেই মানুষ আমার প্রচারের সময় বাড়ি থেকে বেরিয়ে আসছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct