আফ্রিকার কয়েকটি দেশের অন্তত দুই কোটি মানুষ খাদ্যাভাবে দুর্ভিক্ষ ও মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছেন। অথচ সংবাদমাধ্যমগুলো শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে ব্যস্ত। এ মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-র মহাপরিচালক ডেভিড বিসলি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেডেন্ট এ খবর জানিয়েছে।
ডব্লিউএফপির মহাপরিচালক বলেন, ‘আপনারা যদি এবিসি, সিবিএস, এনবিসি, ফক্স, সিএনএন খুলেন তাহলে ট্রাম্প ছাড়া কিছুই পাবেন না। ট্রাম্প, ট্রাম্প, ট্রাম্প, ট্রাম্প আর ট্রাম্প!’ সাউথ ক্যারোলিনার প্রাক্তন এই গভর্নর জানান, ‘দুর্ভিক্ষে আক্রান্ত ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও নাইজেরিয়া। এগুলো ভুয়া খবর নয়। এটা বাস্তবতা।’ ডব্লিউএফপির মহাপরিচালক একজন রিপাবলিকান। তাকে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ সংস্থার সবচেয়ে বড় দাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct