২২ গজে দাঁড়িয়ে কীভাবে ছক্কা হাঁকাতে হয়, তা মনোযোগী ছাত্রের মতো দেখছেন বিশ্বের অন্যতম সেরা সাঁতারু মাইকেল ফেলপস। তাঁকে চার, ছয় হাঁকানোর কৌশল শেখাচ্ছেন দিল্লি ডেয়ারডেভিলসের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। সম্প্রতি ভারত সফরে এসেছেন অলিম্পিকে রেকর্ড ২৩টি সোনাসহ ২৮টি মেডেলজয়ী এই আমেরিকান কিংবদন্তি সাঁতারু।ভারতে এসে তিনি আইপিএলে দেখেছেন চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। দিল্লির ঋষভের সঙ্গে নেটে সময়ও কাটিয়েছেন। সেই সময়েই ঋষভের কাছ থেকে ব্যাটিং কৌশল শিখছিলেন ফেল্প্স। মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা ক্রীড়াবিদের কাছে ক্রিকেট অচেনাই। সেই ফেলপস অবশ্য ভারতীয়দের মধ্যে ক্রিকেট নিয়ে উন্মাদনা দেখে মুগ্ধ। আর তাই তিনি বলে দিলেন, 'এই খেলাটা নিয়ে দর্শকেরা কত রোমাঞ্চিত ছিল, তা দেখেই ভালো লেগেছে। খেলোয়াড়েরা যখন এ মাথা থেকে ও মাথা দৌড়ায় (রান নেওয়ার জন্য), সেটিও দারুণ। কিংবা কোনো আউট হওয়া। ম্যাচে ছক্কাগুলো দেখেও বেশ ভালো লেগেছে।’সেই ম্যাচের পর দিল্লির টিম অনুশীলনে নেটে পন্তদের সঙ্গে দেখা করেন ফেলপস। সেখানে পন্ত ছাড়াও ছিলেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ার, প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস বো পেসার ইশান্ত শর্মা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct