ঘাটাল লোকসভা থেকে গতবার বিজয়ী প্রার্থী দেবকে প্রত্যাশা মতোই দ্বিতীয়বারের জন্য টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস।তাঁকে নিয়ে মেদিনীপুরের ঘাটালের সমথকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। সেলিব্রিটি হওয়ায় নিজের কেন্দ্রে পর্যাপ্ত সময় দিতে না পারলেও, লোকসভায় ঘাটালের সমস্যা তুলে ধরেছেন। একই সঙ্গে সাংসদ তহবিলের প্রায় পুরো অর্থই দেব ঘাটালের উন্নয়ন কাজে ব্যয় করেছেন। দেব নিজেই স্বীকার করে নিয়েছেন, যতটা সময় দিয়েছেন, তার চেয়ে আরো বেশি সময় দেয়া উচিত ছিল। ঘাটালে প্রচারে নামার আগেই নেতা-কর্মীদের দিয়ে শপথ করিয়ে নিয়েছেন, গতবারের চেয়েও জয়ের ব্যবধান বাড়াতে হবে। অতীতের সব রেকর্ড ভেঙে তিন থেকে সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে প্রার্থীকে জেতাতেই হবে। এ ব্যাপারে দেব নিজেও আশাবাদী। প্রচারে দেব জোর দিচ্ছেন সংসদে দাঁড়িয়ে বাংলায় বলার বিষয়টি। গতবার সংসদে ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান নিয়ে বাংলায় বক্তব্য রেখেছিলেন। তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এবার জিতলেও তিনি যে সংসদে বাংলাতেই বলবেন সেটিই ভোটারদের কাছে গর্বের সঙ্গে তুলে ধরছেন। আবেগের সঙ্গে দেব প্রচারে বলছেন, আমি বাংলার ছেলে। তাই সংসদে বাংলায় বলতে লজ্জা নেই।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct